Sun. Nov 24th, 2024

What Is Web Hosting? - ওয়েব হোস্টিং কি এবং হোস্টিং সার্ভার কি ভাবে কাজ করে? (Best Web Hosting)

What Is Web Hosting? - ওয়েব হোস্টিং কি এবং হোস্টিং সার্ভার কি ভাবে কাজ করে? (Best Web Hosting)

What Is Web Hosting and How Domain and Hosting Works? (Best Web Hosting In Bangla)

In this video I will Explain Everything about: What is domain and hosting? How does Hosting work? How to Buy a Domain and Hosting? Where to buy Domain and Hosting from Bangladesh? What is the security issue?

আপনাদের যে কোনো প্রকার Freelancing Guideline, সমস্যা বা সাপোর্ট এর জন্য আমাকে ইন্সট্রাগ্রাম এ DM বা Direct Messages করতে পারেন। ইন্সট্রাগ্রামে আমি সবসময় অনলাইনে থাকি।

✅ My Instagram Link: https://www.instagram.com/faysalbanna/
✅ Facebook Profile: https://www.facebook.com/Imfaysalbanna/

আর নেক্সট ভিডিও সম্মন্ধে আপডেট ও আরো বিভিন্ন Resource পেতে DevClan ফেইসবুক গ্রুপে জয়েন করুন।

✅ *DevClan Group LINK: *
https://www.facebook.com/groups/Developersclan

✪✪✪ *Stay Connected With Me: *
🔴 Facebook Page: https://www.facebook.com/faysalbannainbangla/
🔴 Website: https://faysalbanna.com/

একটি ওয়েবসাইট তৈরি করা কথা চিন্তা করলেই ডোমেইন নেম এর পর মাথায়, সর্ব প্রথম যে নামটি আসে সেটি হলো: ওয়েব হোস্টিং বা হোস্টিং সার্ভার!! হোস্টিং ইন্টারনেট জগতের খুবই গুরুত্বপূর্ণ ও অনেক পুরনো একটি বিষয়। তারপরও নতুনদের মধ্যে ওয়েব হোস্টিং সার্ভার সম্মন্ধে জানার প্রতি অনেক আগ্রহ দেখা যায়।

ওয়েব হোস্টিং কি এবং হোস্টিং সার্ভার কিভাবে কাজ করে?!

সহজ ভাষায় যদি বলি তাহলে, ওয়েব হোস্টিং হলো একটি অনলাইন সার্ভিস বা একটি সিকিউর জায়গা যেটির দ্বারা ইন্টারনেটে আপনি একটি ওয়েবসাইট বা ওয়েব এপ্লিকেশন Publish করে ওই ওয়েবসাইট টিকে LIVE বা Visible করতে পারবেন। ইনফ্যাক্ট ওয়েব হোস্টিং আপনার ওয়েবসাইট বা ওয়েব এপ্লিকেশন এর সমস্ত ডেটা এবং ফাইল গুলো একটি সিকিউর জায়গাই সঞ্চিত রাখবে এবং আপনার ওয়েবসাইট এর ফাইল গুলোকে 24/7 ম্যানেজ করবে।

ওয়েব হোস্টিং মূলত একটি অনলাইন সার্ভিস যার মাদ্ধমে আপনি ইন্টারনেট এ একটি জায়গা ভাড়া নিতে পারবেন, যেখানে আপনার ওয়েবসাইট এর সমস্ত Files, Media, Data, Text, Button, Videos & Everything Will be Stored In a Physical Server Space যেটিকে Data Center বলা হয়। একটি Data Center এ কয়েক হাজার Web Server Space বা Online Computer থাকে।

ওয়েব হোস্টিং কোম্পানি গুলো Web Server Space এর সাথে সাথে আরো বিভিন্ন Software, Bandwidth, SSL Certificates, Email Hosting, And Page Builders, Developer Tools, Automated Website Backups, One-Click Software Installs, Security, 24/7 Support & Technical Assistant
সহ আরো অনেক সুবিধা দিয়ে থাকে। Infact তাদের Server ও Online কম্পিউটার গুলো 24/7 ইন্টারনেট কানেকশন এর সাহায্যে On করে রাখা হয় যার ফলে আমাদের ওয়েবসাইট গুলো ২৪-ঘন্টাই অনলাইনে Visible থাকে।

হোস্টিং সার্ভার সাধারণতো কত ধরণের হয়ে থাকে ও Shared Hosting সমদ্ধে বিস্তারিত আলোচনা।

ওয়েব হোস্টিং কোম্পানি গুলো বিভিন্ন ধরনের হোস্টিং সার্ভিস Provide করে থাকে, যাতে করে সব ধরণের কাস্টমার দেরকে Satisfied ও তাদের Needs গুলো ভালো ভাবে পুরোন করতে পারে।

বর্তমানে ওয়ার্ল্ড এ সবচেয়ে জনপ্রিয় ও সবচেয়ে বেশি ব্যাবহৃত ওয়েব হোস্টিং সার্ভিস গুলো হলো:

1. Shared Hosting
2. VPS Hosting
3. Cloud Hosting
4. WordPress Hosting
5. Dedicated Hosting

এদের মধ্যে আবার সবচেয়ে বেশি জনপ্রিয় ও Affordable হলো Shared Hosting. বাকি হোস্টিং গুলো পার্সোনাল Use এর জন্য তেমন ব্যবহার হয়না, সেহেতু এখন আমি Shared Hosting নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

একটি ভালো ওয়েব হোস্টিং Choose করার ক্ষেত্রে Uptime And Load Time এই ২-টো জিনিস Most Important Factors. এর সাথে Overall Speed Performance And Downtime Based On Last 2+ Years ও ম্যাটার করে।

সবকিছুর পরও সবচেয়ে বেশি যে জিনিষটা ম্যাটার করে তা হলো বাজেট। তার পর ও আমি Seggest করবো যে একটি হোস্টিং কেনার আগে এই বিষয় গুলো চেক করে নিবেন:

১. Overall Uptime ও Load Time টা কত?!
২. প্রতি মাসে কি পরিমান Bandwidth দিচ্ছে?!
৩. কতটি Email Accounts সেটআপ করার সুবিধা দিচ্ছে?!
৪. Web Server এর Disk Space কত?!
৫. ওই হোস্টিং কোম্পানির Datacenters কয়টি Continental এ রয়েছে?!
৬. SSL, CDN সহ Daily Backup এর সুবিধা দিচ্ছে কিনা?!
৭. 30-Days Money-Back Grananty দিচ্ছে কিনা?!
৮. Main CMS Software গুলো Automaticly Interagation করা রয়েছে কি না ?!
৯. কত গুলো Subdomain ও FTP Accounts করার সুযোগ দিচ্ছে ?!
১০. Most Important 24/7/365 Support With Technical Assistant Support দিচ্ছে কি না?!

🎶 *𝐌𝐮𝐬𝐢𝐜 𝐔𝐬𝐞𝐝: *
Discovery by Scott Buckley https://soundcloud.com/scottbuckley
Creative Commons — Attribution 3.0 Unported — CC BY 3.0
Free Download / Stream: https://bit.ly/discovery-scott-buckley
Music promoted by Audio Library https://youtu.be/M8ZwIybVy3o

#WhatIsWebHosting
#WhatIsDomainAndHostingBangla
#BestWebHostingBangla

Related Post